NID BD
Skip to content Home / NID Card / যারা স্মার্ট কার্ড পাননি, জেনে নিন কখন ও কিভাবে পাবেন By I smoth Ara Updated on জুন 25, 2023 যারা এখনো স্মার্ট কার্ড পাননি, জেনে নিন কখন পাবেন। পুরাতন ভোটারা ১০ আঙ্গুলের ছাপ ও আইরিশের বায়োমেট্রিক তথ্য দিয়ে পেতে পারেন স্মার্ট কার্ড। আমরা ঠিকঠাক মত ভোটার নিবন্ধন করার পরও দেখা যায়, অনেকেই আমাদের NID Smart Card এখনো পাইনি। কেন আমাদের স্মার্ট কার্ড হয়নি, কখন পাব, এ বিষয়ে আমাদের করণীয় কি এসব নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। বর্তমানে প্রায় সাড়ে ৭ কোটি ভোটার এখনো তাদের স্মার্ট কার্ড পাননি। কয়েকটি সমস্যার কারণেই এমনটি হচ্ছে। এই সমস্যা গুলো নিয়েই আজকের ব্লগ। আপনার Smart Card প্রস্তুত হয়েছে কিনা, অনলাইনে থেকেই আপনি Smart Card Check করতে পারেন। আর যারা একদম নতুন ভোটার তারা আপাতত স্মার্ট কার্ড পাবেন না, শুধুমাত্র অনলাইন থেকে লেমিনেডেট আইডি কার্ড ডাউনলোড করে ব্যবহার করুন। আসুন এখন জানার চেষ্টা করি, কারা কেন স্মার্ট কার্ড পাননি। Table of Contents ২০১৬ সালের পূর্বের ভোটার ২০১৬ সালের পরের ভোটার চেক করুন ...